এই ভিডিও টিতে দেখানো হয়েছে WPCLI অর্থাৎ ওয়ার্ডপ্রেস এর কমান্ডলাইন ইন্টারফেস নিয়ে কিভাবে কাজ করতে হয়। টার্মিনাল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস কোর ডাউনলোড থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস কনফিগারেশন করা, ডাটাবেজ তৈরি করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এবং এমনকি ম্যানেজও করতে পারবেন। মজার ব্যপার হচ্ছে নরমাল প্রক্রিয়ার চাইতে অনেক দ্রুত গতিতে কাজ গুলো করতে পারবেন WPCLI ব্যবহার করার মাধ্যমে। তাই দেরি না করে এখনই দেখে ফেলুন ভিডিওটি।
https://www.youtube.com/watch?v=JmACIarda3k