যদি আপনি সেলস্‌ প্রফেশনাল, উদ্যোক্তা বা পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে ইনফ্লূয়েন্সার হয়ে থাকেন বা হতে চান তবে আপনাকে জানাই স্বাগতম!

মেন্টর সম্পর্কে জানুন -

আসসালামু আলাইকুম, আমি মোঃ মোফাচ্ছেল হোসাইন, “মোফাচ্ছেল ডট কম” এর ফাউন্ডার। 

বিগত ১৭ বছরের ক্যারিয়ারে, আমি একজন ভিশনারি লার্নার হিসাবে দেশি-বিদেশী প্রায় অর্ধশতকের ও বেশি প্রশিক্ষকদের ১০০০ এরও বেশি প্রশিক্ষন সেশনে অংশগ্রহন করেছি ও নিয়মিত করে যাচ্ছি।

একজন সেলস্‌ এক্সপার্ট হিসাবে সেলস্‌ প্রফেশন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, আইটি বিজনেস, ইকমার্স, সুপারশপ, রিয়েল এস্টেট কনসালটেন্ট ও অনলাইন-অফলাইন প্রশিক্ষন কার্য্যক্রম সহ ১০ টিরও বেশি প্রফেশন ও বিজনেসের সেলস্‌ টিমকে লীড করে প্রায় ১ বিলিয়ন টাকারও বেশি রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছি।

একজন ট্রাস্টেড মেন্টর হিসাবে অফলাইন ও অনলাইনে ৫০০ এরও বেশি প্রশিক্ষন সেশন পরিচালনা করার মাধ্যমে ২৫০০০ এরও বেশি মেন্টিস ও ক্লায়েন্টদেরকে কোচিং ও সার্ভিস প্রদান করার মাধ্যমে তাদের বিজনেসের সেলস্‌ বাড়াতে সহযোগীতা করেছি।

যেখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ সেলস্‌ প্রফেশনাল, ইনফ্লূয়েন্সার ও উদ্যোক্তারা কাংখিত সেলস্‌ করতে না পেড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন, এমনকি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, ঠিক সেই সময়ে আমি আমার ক্লায়েন্ট ও মেন্টিস্‌ দের কে প্রতিনিয়ত সেলস্‌ বাড়ানোর লেটেস্ট আইডিয়া, গাইডলাইন, প্রশিক্ষন ও সরাসরি সাপোর্ট দিয়ে সহযোগীতা করে আসছি। 

আলহামদুলিল্লাহ অনেকেই ভালো করছেন ও শতভাগ মানুষের পক্ষেই ভালো করা সম্ভব, আমার দেয়া গাইডলাইন সঠিক ভাবে ফলো করলে আপনার ব্যবসার সেলসে্‌ও পজিটিভ পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। কারন আমার মেন্টরশীপ খুবই কার্যকর ও পরিক্ষীত।

সেলিং মেশিনের মাধ্যমে বিজনেসের সেলস্‌ জ্যামেতিক হারে বাড়াতে চান?

আমরা সেলিং মেশিনের মাধ্যমে সেলস্‌ প্রফেশনাল ও উদ্যোক্তাদেরকে, তাদের বিজনেসের সেলস্‌ জ্যামেতিক হারে বাড়াতে সহযোগীতা করি।

আপনার ব্যবসার সেলস্‌ জ্যামিতিক হারে বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে “SELLING MACHINE”

আর এই “SELLING MACHINE” তৈরি ও প্রয়োগ করে সর্বোচ্চ সেলস্‌ নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে, MASTERING SELLING MACHINE – Learn to sell anything!”.

সম্পদে বিনিয়োগের মাধ্যমে জীবনের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চান?

আমরা সম্পদে বিনিয়োগের মাধ্যমে সফল প্রফেশনাল ও ব্যবসায়ীদেরকে, তাদের জীবনের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সহযোগীতা করি।

আপনার জীবনের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে “সম্পদে বিনিয়োগ করা

আর এই “সম্পদে বিনিয়োগ করার” জন্য পর্যাপ্ত টাকা আয় ও আয়কৃত টাকার সঠিক ব্যবহার করে,  দ্রুততম সময়ে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে, “SEVEN-ZERO CLUB – Invest Wisely, Live Securely

আপনি কি অনলাইন ব্যাবসা শুরু করেছেন? ডিজিটাল মার্কেটিং সার্ভিসের অভাবে, কাংখিত লক্ষ্য অর্জন করতে পারছেন না?

যদি তেমনটি হয় তবে আমাদের জিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন।

Copyright © 2018-2025 | MOFASSEL.COM | All Rights Reserved