লিনাক্স উবুন্টু ব্যবহার করেন যারা তারা প্রায় সকলেই /var/www/html ডকুমেন্ট রুট এ সাইট তৈরি করতে যেয়ে ঝামেলায় পরেন। বিশেষ করে ফাইল পারমিশন এবং www-data গ্রুপ ownership নিয়ে সমস্যা পােহাতে হয়। এই সমস্যার সমাধান করার লক্ষে ডকুমেন্ট রুট /var/www/html থেকে পরিবর্তন করে, নিজের ইউজার এর গ্রুপ এ থাকা যে কোন একটি ফোল্ডারকে, কিভাবে ডকুমেন্ট রুট হিসাবে ব্যাবহার করতে হয় তা নিয়েই এই টিউটরিয়ালটি তৈরি করা হয়েছে। সেই সাথে প্রত্যক প্রজেক্ট এর জন্য ইউনিক ডোমেইন বা ভার্টুয়াল হোস্ট তৈরি করে কিভাবে কাজ করতে হয় তা দেখানো হয়েছে।
তাই দেরি না করে এখনই দেখুন এবং শিখে ফেলুন, নিজেকে একধাপ এগিয়ে নিয়ে হয়ে উঠুন লিনাক্স সার্ভার এক্সপার্ট।
https://www.youtube.com/watch?v=AGdFBtmiTmU