লিনাক্স উবুন্টু ১৬.০৪ রিলিজ হবার কয়েক ঘন্টার মধ্যেই আমি আমার লেপটপ এর অপারেটিং সিস্টেম লিনাক্স উবুন্টু ১৪.০৪ এলটিএস থেকে ১৬.০৪ এলটিএস এ আপগ্রেড করে ফেললাম। নতুন লিনাক্স উবুন্টু ১৬.০৪ ভার্সনটি আগামি ৫ বছর এর লং টার্ম সাপোর্ট দেয়া হবে।
জিনম টার্মিনাল এর নতুন ভার্সন থাকছে ৩.১৮.৩। পিএইচপি ৭ এবং মাইএসকিউএল ১৪.১৪ এর মত আপডুডেট প্যাকেজ গুলো আপগ্রেড এবং ইনস্টল হয়ে যাবে ম্যাজিক এর মত। সেই সাথে স্কাইপি, গুগোল ক্রােম, ড্রপবক্স, ভাইবার ডেস্কটপ ক্লাইন্ট এর মত জনপ্রিয় প্রোগ্রাম গুলো, খুব সহজেই সরাসরি নতুন উবুন্টু সফটয়ার স্টোর থেকেই ইনস্টল করতে পারবেন।
লিনাক্স উবুন্টু ১৪.০৪ এলটিএস থেকে লিনাক্স উবুন্টু ১৬.০৪ এলটিএস আপগ্রেড করার প্রক্রিয়া খুবই সহজ।
তো আর দেরি কেন? চলুন এখনই আপগ্রেড করে ফেলুন নিচের ধাপ গুলো অনুসরন করে।
ধাপ ১ঃ আপনার বর্তমান প্যাকেজ ম্যানেজার আপটুডেট আছে কি না নিশ্চত করুন।
sudo apt-get update
ধাপ ২ঃ আপনার বর্তমান সকল ইনস্টলড প্যাকেজ সমূহ লেটেস্ট ভার্সন আপগ্রেড আছে কি না নিশ্চিত করুন।
sudo apt-get upgrade
ধাপ ৩ঃ নিচের কোডটি রান করুন টার্মিনাল এ এবং সহজ কিছু ধাপ পড়ুন এবং ফলো করুন।
sudo update-manager -d
বিঃদ্রঃ- ইন্টারনেট কানেকশন স্পিড এর উপর নির্ভর করে ৩৫-৫০ মিনিট লাগবে প্রায় ২৫০০+ প্যাকেজ ডাউনলোড হতে। তার পর এক্সট্রাক্ট, ইনস্টল এবং আপগ্রেড হতে দেড় থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে।