আমরা যারা ওয়েব ডিজাইন বা ডেভেলাপমেন্ট নিয়ে কাজ করি তাদের প্রায় শতভাগই বলা চলে Sublime Text কোড এডিটর ব্যবহার করে থাকি। সেই সাথে আবার দ্রুত কোড লেখার জন্য এমেট এর মত কিছু প্লাগিন ব্যবহার করাটাও খুবই পরিচিত ব্যপার সবার কাছেই।
কিন্তু অন্যের তৈরি প্রাগিন এর Snippet মুখস্ত করা একটি বিরক্তিকর ব্যপার মনে হয় আমার মত অনেকের কাছেই। আপনি চাইলেই কিন্তু নিজের ব্যবহারের জন্য নিজেই কোড Snippet বানিয়ে ফেলতে পারেন। সুবিধা হবে অন্যের কোড Snippet মুখস্ত করা লাগবে না। ইচ্ছামত যা খুশি তা দিয়েই Snippet Trigger বানাতে পারবেন। তাই দেরি না করে চলুন শিখে ফেলি কিভাবে নিজেই নিজের Snippet বানিযে ব্যবহার করা যায়।
[bwp_autoplay_ytv ytv_id=”l7dIENiFpWQ”]