WPBootScore নামক ওয়ার্ডপ্রেস থিম ফ্রেমওয়ার্ক তৈরির ৭ম পর্ব পাবলিশ করা হলো। এই পর্বটিতে আপনার থিম বা ফ্রেমওয়ার্ক এ কিভাবে মেটাবক্স তৈরি করতে পারেন তা দেখানো হয়েছে। আর মেটাবক্স তৈরির জন্য ফ্রি অপশন হিসাবে সর্বাধিক ব্যবহৃত CMB2 Metabox ফ্রেমওয়ার্কটি ব্যবহার করা দেখানো হয়েছে।
আলোচন্য বিষয়সমূহঃ
- CMB2 Metabox ফ্রেমওয়ার্ক টি WPBootScore থিম ফ্রেমওয়ার্ক এ এড করা।
- সিএমবি ফ্রেমওয়ার্ক এর এক্সাম্পল ফাংশন ফাইল নিয়ে বিস্তারিত বিশ্লেষণ
- কিভাবে যেকােন পোস্ট টাইপ এর জন্য মেটাবক্স তৈরি করতে হয়?
- কিভাবে কোন নির্দিষ্ট পেজ/পোস্ট এর জন্য স্পেসিফিক মেটাবক্স তৈরি করতে হয়?
- কিভাবে সিএমবি ব্যবহার করে ইউজার প্রোফাইল এ অতিরিক্ত ডাটা সেট করার ব্যবস্থা করতে হয়?
- স্লাইডার পোস্ট টাইপ এর জন্য কাস্টম স্লাইড লিংক তৈরি করার জন্য স্লাইড ইউআরএল সেট করার জন্য মেটাবক্স তৈরি করা।
বিঃ দ্রঃ – এই পর্বে শুধু মেটাবক্স ইন্টিগ্রেশন এবং তৈরি করা দেখানো হয়েছে। মেটাবক্স এর ডাটা কিভাবে সাইটের ফ্রন্টএন্ডে দেখাতে হয় তা দেখার জন্য পরবর্তি পর্বটি দেখার পরামর্শ রইলো।
https://www.youtube.com/watch?v=H5ubNiSdd8Y