ওয়েব ডেভেলাপমেন্ট বা ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসাবে লিনাক্স ব্যবহার করাটাই বেশি যুক্তিযুক্ত। আমি জানি যে, অনেকেই আছেন যারা বিষয়টি বুঝেন কিন্তু লিনাক্স এর টার্মিনাল ব্যবহারের কথা মনে হলেই ভয় পেয়ে যান। অথচ লিনাক্স এর টার্মিনাল ব্যবহার করা শিখে গেলে ওয়েব ডেভেলাপমেন্ট বা ওয়েব ডিজাইন এর অনেক কাজই অত্যন্ত দ্রুত এবং কার্যকর ভাবে করা যায়। এবং লিনাক্স টার্মিনাল নিয়ে কাজ করাটাও অনেকটা মজার ব্যপার এবং শিখাটাও একেবারেই সহজ।
এই টিউটরিয়াল সিরিজটিতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজেই লিনাক্স ইউজার, গ্রুপ এবং ফাইল পারমিশন এর মত গুরুত্ব পূর্ণ বিষয় গুলো নিয়ে কাজ করতে হয়।
এই পর্বে যেই বিষয়গুলো গুরুত্ব দেয়া হয়েছেঃ
- আপনি কোন ইউজার এ বর্তমানে অবস্থান করছেন তা জানবেন কিভাবে?
- কোন ফাইলের এর ভিতর সকল ইউজার এর তথ্য জমা রাখা থাকে?
- কিভাবে লিনাক্স এ নতুন ইউজার তৈরি করতে হয়?
- কিভাবে ইউজার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়?
- কিভাবে কোন ইউজারকে ডিলিট করতে হয়?
দেরি না করে এখনই ভিডিওটি দেখে ফেলুন এবং লিনাক্স ভিতি দূর করে হয়ে উঠুন লিনাক্স টার্মিনাল এক্সপার্ট।
https://www.youtube.com/watch?v=I1cvCitZIpg