• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
cropped-mofassel.com_-e1650338367852.png

MOFASSEL.COM

Online Business Consultancy & Mentoring Services

  • Home
  • Tools
  • Blog
  • Contact Us

পথ প্রদর্শক

ফলো করার মত ব্যক্তিত্ব Neil Patel | এসইও ও ডিজিটাল মার্কেটিং মেন্টর

October 5, 2019 by Md Mofassel Hossain

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের বিষয়টি যখনই আসে তখনই নীল প্যাটেল নামটি সবার প্রথমেই মনের মাঝে চলে আসে। নেইল প্যাটেল এসইও বিষয়ক গভীর জ্ঞান রাখেন ও সেই সাথে তিনিই সম্ভবত বর্তমানে সবচাইতে বেশি পরিমান ফ্রি এসইও শিখার টিপস্‌-ট্রিকস্‌ শেয়ার করে থাকেন।

Ubersuggest নামক প্রিমিয়াম মানের একটি টুলস্‌ তিনি সকলের জন্য উন্মোক্ত করে রেখেছেন। এই টুলটির মাধ্যমে খুব সহজেই যে কোন সাইটে ব্যবহৃত কিওয়ার্ডগুলো খুজে বের করা যায়। আবার কোন কিওয়ার্ডে আপনার ওয়েব পেজ রেঙ্ক করালে কি পরিমান ভিজিটর আপনার সাইটে আসতে পারে তার একটি প্রায় নির্ভূল পরিসংখ্যানও খুজে পাওয়া যায়। সাইট অডিট করা ও ব্যাংকলিংক এনালাইসিস করার জন্যও টূলটি সহায়ক ভূমিকা পালনে সক্ষম।

ফোর্বসের শীর্ষ ১০ অনলাইন বিপণনকারীদের একজন হিসাবে তিনি নির্বাচিত হোন। তিনি ৩০ বছরের কম বয়সী শীর্ষ ১০০ জন উদ্যোক্তাদের একজন হিসাবে রাষ্ট্রপতি ওবামার কাছ থেকে স্বীকৃত হয়েছেন এবং জাতিসংঘ কর্তৃক ৩৫ বছরের কম বয়সী শীর্ষ ১০০ জন উদ্যোক্তাদের একজন হিসাবে স্বীকৃতি পেয়েছেন।

তিনি এসইওর পাশাপাশি অনলাইন ব্যবসায়িক কলা-কৌশল নিয়ে নিয়মিত ইউটিউবের মাধ্যমে ফ্রি পরামর্শও দিয়ে আসছেন।  তিনি কেবল Crazy Egg, Hello Bar, and KISSmetrics মত বড় বড় সাইটের সহ-প্রতিষ্ঠাতা নন, তিনি Amazon, GM, HP and NBC এর মতো বড় বড় প্রতিষ্ঠানকেও তাদের ব্যবসায়িক বৃদ্ধিতে সহায়তা করেছেন।

যারা এসইও নিয়ে শিখতে চান, এসইও ইন্ডাস্ট্রিতে দাপটের সহিত কাজ করতে চান তারা অবশ্যই নেইল প্যাটেলকে ফলো করতে পারেন।

ফেসবুকে | টুইটার | লিঙ্কডইন

Filed Under: এসইও মার্কেটিং, টুলস্‌, ডিজিটাল মার্কেটিং, পথ প্রদর্শক

Primary Sidebar

Footer

Like my page

Md Mofassel Hossain

Copyright © 2025 · www.mofassel.com