সেলিং মেশিন সিক্রেটস্ ওয়েবিনারটিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনাকে আশ্বস্ত করতে চাই যে, আজকের এই ওয়েবিনার সেশনটিতে আমি যা যা আলোচনা করবো ও গাইড করবো তার সবকিছুই খুবই কার্যকর ও পরীক্ষিত।
বিগত প্রায় ১৬ বছরেরও বেশি সময়ে, সেলস্-মার্কেটিং ও আইটি সেক্টরে কাজ করতে যেয়ে আমি যা শিখেছি, আমার ও আমার ক্লায়েন্টদের বিজনেসে যা যা কাজে লেগেছে, সেই অভিজ্ঞতাই শেয়ার করবো।
ওয়েবিনার থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সম্পূর্ণ ওয়েবিনারটি খুব মনোযোগ সহকারে দেখার ও প্রয়োজনীয় নোট সংরক্ষন করার পরামর্শ রইলো। নিরিবিলি কোন একটা জায়গায় বসে মোবাইলের মতো ডিভাইস সাইলেন্ট করে সেশনটি দেখার অনুরোধ রইলো।
আশা করছি ওয়েবিনারটি থেকে আপনি সত্যিই উপকৃত হবেন।
Copyright © 2018-2025 | MOFASSEL.COM | All Rights Reserved