ক্যারিয়ারের শুরুতেই প্রায় ৬ বছর সেলস্-মার্কেটিং কোম্পানীতে কাজের দাপুটে-সফল অভিজ্ঞতা ও পরবর্তীতে আরো ১০ বছর নিজের ব্যবসা সহ শতাধিক অনলাইন ব্যবসাকে প্রত্যক্ষ হেল্প করার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতায়, আমাদের গাইডলাইন অনুসরন করুন ও সহযোগীতা নিন। আপনি সফল হবেনই ইনশাআল্লাহ।
নতুন ব্যবসায় ৩-৫ বছর স্ট্রাগল করতেই হবে, এমন ধারনার দিন শেষ। আপনার অদম্য ইচ্ছা ও শিখার মানসিকতাকে পুজি করে শুরু করুন আপনার নিজের অনলাইন ব্যবসা।
আগমী ৪ নভেম্বর রোজ শুক্রবার রাতে পেইড স্টূডেন্টদের জন্য আয়োজিত বিশেষ লাইভে অংশগ্রহন নিশ্চিত করুন। আমরা আমাদের নতুন সাইট ও এন্ড্রয়েড এপ উদ্ভোধন করতে যাচ্ছি।
উপস্থিত সকলের জন্যই থাকছে বিশেষ উপহার!
Product | Subtotal |
---|---|
OEDP with Lifetime Support × 1 | ৳ 3,000.00 |
Subtotal | ৳ 3,000.00 |
Total | ৳ 3,000.00 |
আপনাকে ফেসবুক বিজনেস একাউন্ট ও এড ম্যানেজার টূল গুলোর ব্যবহারে এক্সপার্ট করে তোলা। কাস্টম ও লোক এ লাইক অডিয়েন্স তৈরি ও অবজেক্টিভ অনুযায়ী কনভার্সন ক্যাম্পেইন তৈরির মাধ্যমে রিটার্গেটিং মাস্টার হিসাবে তৈরি করা।
ল্যান্ডিং পেজ ও ফেসবুক পিক্সেল এর সমন্বয়ে আপনি আপনার ওয়েব সাইটের প্রায় সকল ধরনের ইভেন্টকেই ট্রেক করতে পারবেন। পরবর্তীতে ভিন্ন ভিন্ন ইভেন্টের বিপরীতে কাস্টম অডিয়েন্স তৈরি করা ও লোক এ লাইক অডিয়েন্স তৈরির মাধ্যমে রিটার্গেট মার্কেটিং করার সুযোগ থাকে।
হ্যা সম্ভব! আপনার ফেসবুক বিজনেস পেজের ভিজিটর দের এংগেজমেন্ট তথ্য যেমন, লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও ভিউস ইত্যাদির উপর কাস্টম অডিয়েন্স তৈরি করা সম্ভব। এমনকি আপনার কাছে যদি অফলাইন সম্ভাব্য ক্রেতার লিস্ট থেকে থাকে সেগুলোকে ব্যবহার করেও কাস্টম অডিয়েন্স তৈরি করা ও রিটার্গেট করা সম্ভব।
প্রোগ্রামের প্রতিটি মডিউলে ভিডিও কন্টেন্টগুলো অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে ও যেখানে ব্যাখ্যা করা প্রয়োজন সেখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়া হয়েছে। একজন নতুন শিক্ষার্থী থেকে শুরু করে পুরোনো ব্যবসায়ীরা বা প্রফেশনালরাও আমাদের মডিউল থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ।
অবশ্যই প্রোগ্রামে এনরোল নিলেই প্রতিটি মডিউল এর উপর লাইফটাইম ভিডিও একসেস পেয়ে যাবেন। আমাদের প্রতিনিধি সিক্রেট ফেসবুক সাপোর্ট গ্রুপের একসেস দেয়ার ব্যবস্থা করবেন। ভিডিও দেখার পর যেকোন ইস্যূ ফেইস করলে বা বুঝতে সমস্যা হলে সাথে সাথে সাপোর্ট গ্রুপে প্রশ্ন করে উত্তর নিতে পারবেন। তাছাড়াও প্রতি সপ্তাহে অন্তঃত একবার জুমের মাধ্যমে লাইভ প্রবলেম সলিউশন ও আইডিয়া শেয়ারিং ক্লাশ নিয়ে থাকেন আমাদের মেন্টর।
© Copyright 2018-2025 | MOFASSEL.COM